স্বাধীনদেশ টেলিভিশন

বরিশালে পৌঁছেছে ৩ লাখ করোনার টিকা

বরিশাল বিভাগে এসে পৌঁছেছে প্রথম পর্যায়ের ৩ লাখ করোনার টিকা। শুক্রবার সকালে ঢাকা থেকে আসা টিকার এ চালান গ্রহন করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাস।

তিনি জানান, সম্ভাবত বরিশাল বিভাগে ৭/৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বরিশাল বিভাগে করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা যাবে। ১৫ ক্যাটারগরির মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা বন্টন করা হবে। প্রথম পর্যায়ে বরিশাল জেলায় ১ লাখ ৬৮ হাজার, পটুয়াখালীতে ৪৮ হাজার, ঝালকাঠিতে ১২ হাজার, পিরোজপুরে ৩৬ হাজার, ভোলায় ৬০ হাজার এবং বরগুনায় ২৪ হাজার টিকা এসেছে।

জানা গেছে, ভ্যাকসিন কর্মসূচিতে ৮৮৮ জনের মধ্যে ১৩২ জন থাকবেন ভ্যাকসিনেটর। স্বেচ্ছাসবেক থাকবেন ৭৫৬ জন। প্রথম চালানে, ৩৩ কার্টনে ৩ লাখ ৯৬ হাজার ডোজ টিকা এসেছে।

প্রাথমিকভাবে ২৯ কার্টন বা ৩ লাখ ৪৮ হাজার ডোজ ৬ জেলায় প্রয়োগ করা হবে। টিকার প্রথম চালান গ্রহনকালে উপস্থিত ছিলেন বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাগণ।

আরো সংবাদ