স্বাধীনদেশ টেলিভিশন

এবার কওমি মাদরাসা খোলার দাবি দেশের শীর্ষ ১১০ আলেমের

কওমি মাদরাসাগুলো অবিলম্বে খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ১১০ জন আলেম। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ আহবান জানানো হয়।

বিবৃতিতে আলেমরা বলেন, কোরআন-হাদিস পড়ে, তাহাজ্জুদ পড়ে দোয়া করা হলে দেশে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। কোরআন-হাদিসের বরকতে দেশ থেকে করোনাসহ সকল প্রকার মহামারী বিদায় নিবে ইনশাআল্লাহ। কোরআন-হাদিসের শিক্ষা বন্ধ রেখে বিপদ থেকে মুক্তির আশা করা যায় না।

তারা বলেন, করোনা মহামারীর কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদরাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ঈদুল ফিতরের পর কওমি মাদরাসাসমূহের নতুন শিক্ষাবর্ষ শুরু করা যায়নি। দীর্ঘদিন কওমির মাদরাসা বন্ধ থাকায় লাখ লাখ শিক্ষার্থীর মূল্যবান সময় ও জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। অসংখ্য মাদরাসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শিক্ষা জীবন থেকে লাখ লাখ শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।

আলেমরা আরও বলেন, জনগণের কল্যাণে সরকার যখন অফিস-আদালত, গার্মেন্টস-ইন্ডাস্ট্রি মার্কেটসহ সবকিছুই শর্তসাপেক্ষে খুলে দিয়েছে। রেল-বাস, লঞ্চের মতো গণপরিবহন চালু করেছে। সেহেতু দেশের সবচেয়ে বেশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতার সাথে চলতে অভ্যস্ত কওমি মাদরাসাগুলো খুলে দেয়াই যুক্তিসঙ্গত। শিক্ষার্থীদের আরো একটি শিক্ষাবর্ষ কোরআন- হাদিসের শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকুক এটা কাম্য হতে পারে না।

বিবৃতিদাতা আলেমরা হলেন- আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা নুরুল ইসলাম, শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মুফতি মুবারকুল্লাহ, শায়খুল হাদিস আল্লামা আব্দুল হক, মুফতি গোলাম রহমান, শায়খুল হাদিস আল্লামা সোলায়মান নোমানী, শায়খুল হাদিস মুফতি আব্দুল বারী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল বরিশালী, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আবুল কালাম, শায়খুল হাদিস আল্লামা শেখ আজীমুদ্দীন, ড. মাওলানা মোহাম্মদ ঈসা শাহেদী, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল-হাবিব, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সাখাওয়াত হুসাইন প্রমুখ।

আরো সংবাদ