স্বাধীনদেশ টেলিভিশন

আবুধাবিতে ফ্লাইটের সংখ্যা কমিয়েছে বাংলাদেশ বিমান

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশি কর্মীদের গ্রহণ না করায় সেখানে ফ্লাইট সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

গতকাল বুধবার (১৯ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিমানের পক্ষ থেকে বলা হয়, ‘এমপ্লয়মেন্ট ভিসাধারী যাত্রীদের বর্তমানে আবুধাবি কর্তৃপক্ষ গ্রহণ করছে না। তাই বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃক আপাতত এমপ্লয়মেন্ট ভিসাধারী আবুধাবিগামী যাত্রীদের পরিবহন করা সম্ভব হচ্ছে না।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রী কমে যাওয়ায় বিমান ৩১ অগাস্ট পর্যন্ত সপ্তাহে ছয়টির পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে তারা।

এতে বলা হয়, ‘ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ এমপ্লয়মেন্ট ভিসাধারীদের গ্রহণে সম্মত হলে বিমান পুনরায় যাত্রী পরিবহন শুরু করবে।’

গেল রোববার আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়ে ২২০ বাংলাদেশি নাগরিক। কিন্তু দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ এদের মধ্যে ৬৮ জন প্রবাসীকে প্রবেশ করতে না দিয়ে দেশে পাঠিয়ে দেয়।

পরদিন সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ৬৮ জন প্রবাসী ঢাকায় ফিরে আসে। আবুধাবিতে পৌঁছালেও তাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ছিল না। এদের মধ্যে ছয় জন রোববার রাতে ঢাকা ত্যাগ করেছিলেন, আর বাকিরা গিয়েছিলেন শুক্রবার।

আরো সংবাদ