স্বাধীনদেশ টেলিভিশন

সৌদিতে আটকাপড়াদের ফেরাতে বিমানের দুটি বিশেষ ফ্লাইট

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে সৌদি আরবে আটকাপড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আগামী ২৮ আগস্ট সৌদির জেদ্দা এবং ২৯ আগস্ট রিয়াদ থেকে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

আজ রোববার (২৩ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি জানায়, আটকেপড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে ঢাকা থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৮ ও ২৯ আগস্ট সৌদির জেদ্দা এবং রিয়াদ থেকে দুটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

আগে নিবন্ধনকৃত যাত্রীদের বিমানের অফিস থেকে পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে ফ্লাইটের টিকিট কিনতে বলেছে বিমান।

২৮ আগস্টের জেদ্দা-ঢাকা একমুখী যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইকোনমি ক্লাস ২২০০ সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস ৩২০০ সৌদি রিয়াল।

এবং ২৯ আগস্টের রিয়াদ থেকে ঢাকার একমুখী ফ্লাইট যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইকোনমি ক্লাস ২১৫০ সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস ৩০০০ সৌদি রিয়াল।

আরো সংবাদ