স্বাধীনদেশ টেলিভিশন

খালেদা জিয়াকে সরকার মুক্ত করবে, আশা বিএনপির

সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তাকে একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে। যে সাজা তার প্রাপ্য নয়। জামিন তার প্রাপ্য। আমরা আশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা খালেদা জিয়াকে (স্থায়ী জামিন) মুক্ত করবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির নেতারা। পরে খালেদা জিয়ার স্থায়ী জামিনের বিষয়ে পরিবারের আবেদন করা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। এর আগে সকাল থেকে ঢাকা মহানগর বিএনপিসহ দলটির সহযোগী ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয় খালেদা জিয়াকে। নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না এই দুই শর্তে সরকার তাকে মুক্তি দেয়। আগামী ২৪ সেপ্টেম্বর তার মুক্তির মেয়াদ শেষ হবে। তাকে স্থায়ীভাবে জামিন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে খালেদা জিয়ার পরিবার।

আরো সংবাদ