স্বাধীনদেশ টেলিভিশন

মসজিদে বিস্ফোরণে নিহতরা পাবেন ২০ হাজার, আহতরা ১০ হাজার টাকা

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশু-মুয়াজ্জিনসহ ১২ জন মারা গেছেন। এছাড়া চিকিৎসাধীন ২৬ জনের অবস্থাও সংকটাপন্ন।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।

নিহতরা হলেন, মুয়াজ্জিন দেলোয়ার হোসেন, শিশু জুয়েল, সাব্বির, জামাল, জুবায়ের, হুমায়ুন কবির, মোস্তফা কামাল, ইব্রাহিম, রিফাত, জুনায়েদ এবং কুদ্দুস বেপারী।

এদিকে মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এ ঘটনায় জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবার প্রতি ২০ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা প্রদান করা হবে।

আরো সংবাদ