স্বাধীনদেশ টেলিভিশন

ডাকা হয়েছিল ৪৫০ জনকে তবু প্রবাসীদের জনসমুদ্র সোনারগাঁও হোটেলে

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ে ৪৫০ জনকে টোকেনের জন্য ডাকা হয়েছিল। অথচ এখন রাজধানীর হোটেল সোনারগাঁও পরিণত হয়েছে জনসমুদ্রে।

রোববার (৪ অক্টোবর) এয়ারলাইন্স ৪৫০ জনকে টোকেন দেওয়ার ঘোষণা দিয়েছিল। এরপর থেকে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর হোটেল সোনারগাঁও। এখন পরিস্থিতি সামাল দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (৪ অক্টোবর) ভোর থেকেই টোকেনের আশায় জড়ো হন এই প্রবাসীরা।

সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, রবিবার (৪ অক্টোবর) ই১ থেকে ১০০ এবং ইয়েলো কালার ১ থেকে ই ৩৫০ পর্যন্তকে টোকেনের জন্য ডাকা হয়েছিল।

দেখা যায়, পুরো হোটেলের চারপাশে হাজারো মানুষ জড়ো হয়ে আছেন। হোটেলের প্রবেশমুখ বন্ধ রয়েছে। টোকেনের দাবিতে বিক্ষোভ স্লোগান চলছে। পরিস্থিতি উত্তপ্ত।

পুলিশ বারবার বলছে, সৌদি এয়ারলাইন্সের গেটে প্রবাসীদের অবস্থান নিতে। কিন্তু পুলিশের কথায় কর্ণপাত করছে না তারা।

গত ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, নতুন টোকেন বিতরণ করা হবে ৪ অক্টোবর। এ ঘোষণার পর শনিবার (৩ অক্টোবর) রাত থেকে হোটেল সোনারগাঁওয়ের বাইরে অবস্থান নেন কয়েক সহস্রাধিক প্রবাসী।

রোববার (৪ অক্টোবর) সকালে এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন ১২-১৫ হাজার প্রবাসী। পরিস্থিতি এত উত্তপ্ত যে, ব্যারিকেড দিয়েও ঢল ঠেকাতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরো সংবাদ