স্বাধীনদেশ টেলিভিশন

বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু হচ্ছে

২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত বিমান চলাচল। বিশেষ ব্যবস্থায় দুই দেশের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলাচল করবে।

বুধবার (১৪ অক্টোবর), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। করোনার কারণে সব যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর দুই দেশের মধ্যে এয়ার বাবল চলাচলের বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসে। এ সিদ্ধান্ত অনুযায়ী সাত মাস বন্ধ থাকার পর খুলছে দুই দেশের আকাশ।

সপ্তাহে বাংলাদেশ থেকে ২৮টি ফ্লাইট ভারত যাবে। সমান সংখ্যার ফ্লাইট নামবে ঢাকায়। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস এবং নভোএয়ার নামে তিনটি বাংলাদেশি এয়ারওয়েজ বিমান পরিচালনা করবে। ভারতের পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা এবং গোএয়ার নামে ৫টি কোম্পানি বিমান পরিচালনার অনুমতি পেয়েছে। ফলে সপ্তাহে ৫ হাজার বাংলাদেশি ভারত যাওয়ার সুযোগ পাবে।

বাংলাদেশি ৩টি বিমানের মধ্যে বাংলাদেশ বিমান ঢাকা-দিল্লি ও ঢাকা-কলকাতা, ইউএস এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই এবং নভোএয়ার ঢাকা-কলকাতা রুটে বিমান পরিচালনা করবে। এছাড়া নতুন সিদ্ধান্তে বাংলাদেশ থেকে যাওয়া প্রতি রোগীর সঙ্গে ২ জন করে অ্যাটেনডেন্ট ভারতে যেতে পারবেন বলেও জানানো হয়েছে।

করোনার বিস্তার লাভের পর থেকে গত ১২ মার্চ থেকে দেশটিতে বিদেশিদের প্রবেশ বন্ধ করে ভারত।

আরো সংবাদ