স্বাধীনদেশ টেলিভিশন

বিদেশে সরকারি কর্তাদের বাড়ির তথ্যের খোঁজে দুদক

কানাডায় সরকারি কর্মকর্তাদের বাড়ির বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য বিভিন্ন দফতরে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। বিস্তারিত তথ্য সংগ্রহের পর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করবে বলে জানিয়েছে দুদক।

সোমবার (২৩ নভেম্বর) দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন দুদক সচিব দিলওয়ার বখত।

তিনি বলেন, কানাডায় সরকারি কর্মকর্তাদের ২৮টি বাড়ির বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। আমরা বিভিন্ন দফতরে তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছি। আমরা তালিকা খুঁজছি, তালিকা পাওয়া গেলে কাজ শুরু করব।

এর আগে, হাইকোর্ট গত রোববার দেশের বাইরে অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের নাম, ঠিকানা ও পাচার করা অর্থে তাদের বিদেশে বাড়ি তৈরিসহ বিস্তারিত তথ্য আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে জানাতে দুদক চেয়ারম্যান, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অর্থ পাচার নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে স্বপ্রণোদিতভাবে রুলসহ এ আদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ।

আরো সংবাদ