স্বাধীনদেশ টেলিভিশন

দেশে সোনার দাম কমাল জুয়েলার্স সমিতি

বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববাজারে সোনার দর নিম্নমুখী হওয়ায় তারাও দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার ভরিতে কমানো হলো ১ হাজার ১৬৬ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে লাগবে ৭২ হাজার ৬৬৭ টাকা। আজ বুধবার থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হবে।

সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। সর্বশেষ গত ২৫ নভেম্বর সোনার দাম ভরিতে সাড়ে ২ হাজার ৫০৭ টাকা কমিয়েছিল সমিতি। সব মিলিয়ে এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৬৭৩ টাকা। তবে রুপার দামে কোনো পরিবর্তন আনেনি জুয়েলার্স সমিতি। ভালো মানের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা।

আরো সংবাদ