স্বাধীনদেশ টেলিভিশন

দুবাই থেকে আসা বিমানযাত্রীর কাছে মিলল ১৩০ সোনার বার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ সোনার বারসহ দুবাই থেকে আসা বিমানযাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। 

মঙ্গলবার রাত ১১টার দিকে লুৎফর রহমান নামে দুবাই ফেরত ওই যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। এ সময় তারা যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।  পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

বিমানবন্দর থানার এসআই শেখ তাজউদ্দিন আহমেদ মামলাটি তদন্ত করছেন।

তিনি যুগান্তরকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওই যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি সোনার বার পাওয়া যায়।

আটক লুৎফর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলায়। উদ্ধার সোনার ওজন প্রায় ১৫ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।

আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা করা হয়েছে।

আরো সংবাদ