স্বাধীনদেশ টেলিভিশন

আমিরাতে এবার মসজিদে হবে তারাবির নামাজ, ৩০ মিনিটের বেশি নয়!

আসন্ন পবিত্র রমজান মাসে মসজিদে তারাবি নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

তবে এশা ও তারাবি মিলে নামাজের সর্বাধিক সময় ৩০ মিনিট নির্ধারণ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, মসজিদে করোনার বিধিনিষেধ অমান্য করা যাবে না।

এছাড়া নামাজ শেষ হওয়ার পরপরই মসজিদ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে নারীদের ঘরেই নামাজ পড়তে বলা হয়েছে।

 কর্তৃপক্ষ কিয়াম-উল-লায়ল অর্থাৎ রমজানের শেষ দশ দিনের মধ্যরাতে প্রদত্ত বিশেষ নামাজের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।  

আমিরাতে করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গত বছর মার্চ মাসে মসজিদ প্রথম বন্ধ করা হয়েছিল। মসজিদ বন্ধ থাকায় তারাবির নামাজ ঘরে আদায় কর‍তে হয়েছিল। এরপর জুলাইয়ে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদ পুনরায় খুলে দেওয়া হয়। তবে শুক্রবারের জুমার নামাজ শুরু হয় ৪ ডিসেম্বর থেকে।

আরো সংবাদ