স্বাধীনদেশ টেলিভিশন

দেশে লকডাউন আরও বাড়তে পারে

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে। পরিস্থিতি পর্যালোচনা করতে আগামী সোমবার এক সভা ডাকা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার সংক্রমণ এখনো বেশি। তাই লকডাউন আরো এক সপ্তাহ বাড়তে পারে। তবে এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেয়া হবে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সারাদেশে আটদিনের সর্বাত্মক লকডাউন এরই মধ্যে শুরু হয়েছে। গত সোমবার দুপুরে বিধিনিষেধ আরোপ করে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত আট দিনের কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউনে জরুরি সেবা, শিল্প-কারখানা, পণ্য পরিবহন ও সীমিত পরিসরে ব্যাংকের লেনদেন ছাড়া সবকিছুই বন্ধ রয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সবশেষ তথ্যানুযায়ী, টানা দ্বিতীয় দিনের মতো দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৪৭৩ জন।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৭৩ জন। এ নিয়ে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ১৫ হাজার ২৫২ জন। একই সময়ে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯০৭জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ছয় লাখ ৮ হাজার ৮১৫ জন।

আরো সংবাদ