স্বাধীনদেশ টেলিভিশন

ইতালিতে ১২ মে পর্যন্ত বাংলাদেশিদের প্রবেশ বন্ধ

ইতালিতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে ঠেকাতে আগামী ১২ মে পর্যন্ত বাংলাদেশিদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রোবেরতো স্পেরেন্সা স্বাক্ষরিত এক অধ্যাদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করার পর বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। বাংলাদেশ ও ভারত ছাড়াও শ্রীলঙ্কার নাগরিকদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যেসব দেশে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে সেই দেশগুলোর নাগরিকদের জন্য ইতালিতে প্রবেশ বন্ধ করা হচ্ছে। অন্যদিকে যেসব নাগরিক উল্লেখিত দুই দেশে গত দুই সপ্তাহে অবস্থান ও সাময়িক ট্রানজিট করেছেন, তাদের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে ইতালিতে প্রবেশ করার। তবে অনুমতিপত্রসহ বড় ধরনের নির্দিষ্ট কারণ থাকতে হবে।

আরো সংবাদ