স্বাধীনদেশ টেলিভিশন

আজকে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৩০০ জন

আজকে চট্টগ্রামে ১ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষায় ৩০০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে নগরীর বাসিন্দা ২০৪ জন এবং ১৪ উপজেলার ৯৬ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৫৭ হাজার ৬৭০ জন। সংক্রমিতদের মধ্যে নগরীর বাসিন্দা ৪৫ হাজার ১৩০ জন ও উপজেলার ১২ হাজার ৫৪০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মহামারী করোনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নগরীর ও ছয়জন উপজেলার বাসিন্দা। গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ৬৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৪৬৮ জন ও উপজেলার ২১৩ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, উপজেলা পর্যায়ে শনাক্ত ৯৬ জনের মধ্যে সীতাকুণ্ডে ৩১ জন, মীরসরাইয়ে ২৫ জন, ফটিকছড়িতে ১১ জন, রাঙ্গুনিয়ায় ৬ জন, হাটহাজারীতে ৫ জন, লোহাগাড়ায় ৪ জন, রাউজান ও পটিয়ায় ৩ জন করে, বোয়ালখালী ও বাঁশখালীতে ২ জন করে এবং সন্দ্বীপ, আনোয়ারা, সাতকানিয়া এবং চন্দনাইশে ১ জন করে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মাসের সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হওয়ায় এ মাসের প্রথম ২৬ দিনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। এ মাসে মৃত্যুশূন্য ছিল তিনদিন। সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টার আগের ২৪ জুন চট্টগ্রামে সংক্রমিত চিহ্নিত হন ২৭৪ জন এবং সংক্রমণ হার চলতি প্রকোপের সর্বোচ্চ ২৮ দশমিক ৭ শতাংশ। এ মাসে সবচেয়ে কম আক্রান্ত শনাক্ত হয় ৬ জুন ৬০ জন। মাসের সর্বনিম্ন ৯ দশমিক ০৪ শতাংশ সংক্রমণ হার রেকর্ড হয় ১২ জুন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল রোববার আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

আরো সংবাদ