স্বাধীনদেশ টেলিভিশন

হালদা নদীতে ইঞ্জিন চালিত তিন নৌকা ধ্বংস

বঙ্গবন্ধু হেরিটেজ ঘোষিত দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে তিনটি ইঞ্জিন চালিত বালুবাহী নৌকা ধ্বংস ও জরিমানা করেছে প্রশাসন।

রবিবার (১৪ মার্চ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীর আজিমের ঘাট থেকে কালুর ঘাট পর্যন্ত অভিযান পরিচালনা করে রাউজান উপজেলা প্রশাসন।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। সাথে ছিলেন পুলিশ ও একটি এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা বলেন, ‘হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনা করে ৩টি অবৈধ ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস ও ৮‘শ টাকা জরিমানা করা হয়েছে।’ হালদার জীববৈচিত্র্য তথা মা মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো সংবাদ