স্বাধীনদেশ টেলিভিশন

করোনার প্রকোপ বাড়ায় দুবাইয়ে প্রবেশে নতুন বিধিনিষেধ!

সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের সুপ্রিম কমিটি অব ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বলেছে, আগামী ৩১ জানুয়ারি থেকে অভ্যন্তরীণ যাত্রীদের জন্য ফ্লাইটপূর্ব পিসিআর টেস্টের প্রয়োজন হবে।

এছাড়া টেস্টের মেয়াদ ৯৬ ঘণ্টা দেখে কমিয়ে ৭২ ঘণ্টা করা হয়েছে। তবে কোনো কোনো যাত্রীকে আসার পরও পিসিআর টেস্ট করাতে হবে। এটা নির্ভর করবে যাত্রীরা কোন দেশ থেকে এসেছে তার ওপর।

ইতোমধ্যে দুবাইয়ের নাগরিকদের ফ্লাইটের পূর্বে পিসিআর টেস্টের প্রয়োজন না হলেও দুবাইয়ে পৌঁছে টেস্ট প্রয়োজন হবে।

দুবাইয়ে করোনা সংক্রমণ বাড়ছে। দুবাইয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার নতুন করে ৩ হাজার ৯৯৩টি সংক্রমণের কথা জানিয়েছে। এতে সেখানে করোনা সংক্রমণের শুরু থেকে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৮৯ হাজার ৮৬ জন। নতুন করে ভাইরাসে মারা গেছেন ছয় জন।

সংযুক্ত আরব আমিরাত বুধবার ৮৬ হাজার ৭৭০ ডোজ টিকা প্রয়োগের কথা নিশ্চিত করেছে। এতে মোট ২৭ লাখ ৬৪ হাজার ৪৪৫ জনকে সেখানে টিকা দেয়া হলো, যা প্রতি এক শ জনে ২৭ জনের বেশি। সিনোফার্মা, ফাইজার ও স্পুটনিক ভি টিকার প্রয়োগ হচ্ছে সেখানে।

সূত্র: আরব নিউজ

আরো সংবাদ