স্বাধীনদেশ টেলিভিশন

বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ‘কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে’ যাচ্ছেন তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ‘কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে’ যাচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি- বাংলাদেশের স্বাধীনতার বয়স যখন সবে দেড় মাস, তখন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রায় দশ লাখ মানুষের সমাবেশে ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

বঙ্গবন্ধুর দরাজ কণ্ঠের সেই ভাষণে ছিলো স্বাধীনতার আনন্দ, স্বজন হারানোর বেদনা, ভারতের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা, পশ্চিম পাকিস্তানিদের হুঁশিয়ারি আর যুক্তরাষ্ট্রের সমালোচনা। দিয়েছিলেন সদ্য স্বাধীন বাংলাদেশের পথ চলার দিক নির্দেশনাও।

সেই ভাষণেই ভারত-বাংলাদেশের সম্প্রীতির বয়ান করে গেছেন জাতির পিতা। দৃপ্ত কণ্ঠে বলেছেন, এই বন্ধুত্ব ভাঙতে পারবে না কেউই।

ওই ভাষণের ৪৯ বছর পূর্ণ হবে আগামীকাল শনিবার (৬ ফেব্রুয়ারি)। সেদিন এ উপলক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। একই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

এতে বাংলাদেশ-ভারত দুই দেশের সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

এদিকে আজ শুক্রবার ভারতের কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এদিন কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবেও অংশ নেবেন তিনি।

এছাড়া চলচ্চিত্র উৎসবের পাশাপাশি এবার থাকছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে চিত্রপ্রদর্শনীর আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেয়ার কথা রয়েছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের।

আরো সংবাদ